আহসান আজিজ সরকার
আমি ডাঃ আহসান আজিজ সরকার। যুগ্মভাবে অনুষ্ঠিত ১১তম ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাইকিয়াট্রি এবং ১৩তম সার্ক ইন্টারন্যাশনাল সাইকিয়াট্রি কনফারেন্সে আমাকে বেস্ট ইয়াং সাইকিয়াট্রিস্ট হিসেবে গোল্ড মেডাল দেয়া হয়। এছাড়া সাইকিয়াট্রি জার্নাল আর্কাইভস অফ এন আই এম আইচ এর এডিটর হিসেবে দায়িত্ব পালন করি।
এর আগে মেডিকেল ভর্তি পরীক্ষায় দশম স্থান অধিকার করি। মেডিকেলে বৃত্তিমূলক পরীক্ষায় ছিলাম টপ পজিশনে। এই তো! আর কি?