মাইন্ডস্টোরি পাবলিকেশনস মাইন্ডস্টোরির একটি অঙ্গপ্রতিষ্ঠান
আমাদের উদ্দেশ্য মন, মনোবিজ্ঞান এবং মানসিক স্বাস্থ্য সম্পর্কিত বইয়ের চাহিদা সহজে ও পরিপূর্ণভাবে মেটানো।
আমরা মনে করি, মন সম্পর্কে সঠিকভাবে জানা একজন মানুষকে বিকশিত হতে এবং উৎকর্ষ লাভে সাহায্য করে। আমরা একদল লেখককে এক করেছি যারা মন এবং মানসিক স্বাস্থ্যের উন্নয়ন নিয়ে স্বপ্ন দেখেন।
আমাদের লক্ষ্য সেসব স্বপ্ন পাঠকের কাছে পৌঁছে দেওয়া, পাঠকের সঙ্গে মনের সেতুবন্ধ রচনা করা। পাঠকের আকাঙ্ক্ষিত যেকোনো বই কম মূল্যে সরবরাহ করি আমরা। দেশের যেকোনো প্রান্তে সে বই পাঠকের কাছে পৌঁছে দিই দ্রুততম সময়ে।
বছরজুড়ে ২৪ ঘণ্টা সেবা দিই আমরা। আপনার একটি ফোনকল বা মেসেজের উত্তর দিতে আমরা সদা প্রস্তুত। আপনাকে স্বাগতম।