01894935990 & 01894935991

জীবনের সম্পর্কগুলো থেকে আমরা কী আশা করি?

কেউ বলবে ভালবাসা আর বিশ্বাস, কেউ বলবে একে অপরের খেয়াল রাখা, কেউবা চায় সম্মান আর কেউ চায় সবকিছু! কিন্তু সবসময় কি আমাদের মনমতো সবকিছু হয়?

দাম্পত্য জীবনে শারীরিক এবং মানসিক সম্পর্ক নিয়ে আমাদের আশেপাশে অনেকেই বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। আমরা কখনো জেনে বা না জেনে তাদেরকে এমন অনেক পরামর্শ দিয়ে ফেলি, যা হয়তো তাদের জীবনের মোড়টাই ঘুরিয়ে দিতে পারে! ভেঙ্গে যেতে পারে কারোর সংসার বা নষ্ট হয়ে যেতে পারে একটা সুন্দর সম্পর্ক!

কখনো কি এমন মনে হয়েছে যে, ইশ! এই ব্যাপারে একটু জানলেই আপনি হয়তো কারো সংসার বা একটা সুন্দর সম্পর্ক রক্ষা করতে পারতেন!